পঞ্চগড়ে চীনের হাসপাতালটি নির্মাণের দাবিতে মানববন্ধন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৯ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৪

চীনের অর্থায়নে পঞ্চগড়ে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলাবাসি।সোমবার (১৪এপ্রিল) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলাবাসির ব্যাণারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুন্ম আহবায়ক ও বিএনপি আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সংগঠক অ্যাডভোকেট আহসান হাবীব, বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম (খায়ের) ও সাধারন সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার আলী, বাংলাদেশ জাসদ জেলা শাখার যন্ম সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, ইসলামী আন্দোলনের জেলা  শাখার সভাপতি আব্দুল হাই ও  সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. সোহেল রানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শাহপরান সুজন ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ।

বক্তারা বলেন, পঞ্চগড়ের প্রতি এখনো বৈষম্য চলছে। স্বাধীনতার ৫৪ বছরেও পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হাসাপাতাল নির্মিত হয়নি। এখানে একটি সদর আধুনিক হাসপাতাল আছে সেখানে যেখানে চিকিৎসা সেবা একবারেই নাজুক। নেই বিশেষজ্ঞ। একটু মাথা ব্যাথা বা সামান্য জটিলতা দেখলেই রোগিকে রংপুর-দিনাজুপর রেফার্ড করা হয়। আমরা জানতে পেরেছি চীনের অর্থায়নে নীলফামারী এলাকায় এক হাজার শয্যার হাসপাতাল নিমার্ণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।এটি খুবই দুঃখজনক। কারন কিছুদিন আগে পঞ্চগড় শহরের পাশে চীন বেসরকারী ভাবে একটি হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহন সহ সকল প্রকার কার্যক্রম গ্রহন করা হয়। এতে ভারতের ষড়যন্ত্রের কারণে সেটির কাজ বন্ধ হয়ে যায়। আমরা চাই জমি লাগলে আমরা আরো দিবো ‘তবে চীনের এক হাজার শয্যার হাসপাতাল আমাদের পঞ্চগড়েই দিতে হবে। আমরা আর কতো বৈষম্যের শিকার হবো। ‘

 এখানে মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই ‘ শুধু নেই আর নেই। আমাদের মা-বোনরা আজ আধুনিক ও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কতো রোগি রংপুর-দিনাজপুর নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে মারা যায়। পঞ্চগড় থেকে রংপুর-দিনাজপুর অনেক পথ। গরীব মানুষ অর্থাভাবে সেখানে যেতে পারেনা। সেখানে গেলে চিকিৎসা বাবদ যা ব্যয় হয় তার চেয়ে দ্বিগুন তিনগুন বেশি ব্যয় করতে হয়। যা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠেনা। সে কারণে গরীব অস্বচ্ছল মানুষকে বিনা চিকিৎসায় ধূকে ধুকে মৃত্যুর মুখে পড়তে হয়। এসব আর কতো দেখবো আমরা। আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত