পঞ্চগড়ে খাদ্য দিবস উপলক্ষে গণর‌্যালী ও আলোচনা সভা

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৯:১৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮

পঞ্চগড় জেলার বোদায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে যুব-গণর‌্যাালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও খাদ্য দিবসে ৬টি দাবিতে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণায়ের উপদেষ্টার কাছে বাংলাদেশ যুব ছায়া সংসদ ও বোদা ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারে পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস হতে শুরু হয়ে যুব-গণর‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌঁছায় ।যুব-গণর‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজির , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, জাকির আহমেদ, বোদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আওলাদ হোসেন, সম্মানী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচনা সমাজ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক সফিকুল আলম দোলন, পল্লী সাহিত্য সংস্থার নিবার্হী পরিচালক হারুন অর রশিদ , দৃষ্টিদান সংস্থার নিবার্হী পরিচালক মনোরঞ্জন সরকার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, আনজুমান আখতার, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার, মালেকা বেগম,বোদা ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদ হাসান ও শামীম ইসলাম প্রমুখ।স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন, বোদা ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, উমেন এন্ডিং হাঙ্গার ও বাংলাদেশ যুবছায়া সংসদ এর যৌথ আয়োজনে যুব-গণর্যালীটি বলরাম হাট হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস হয়ে শুরু করে বোদা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।যুব গণর‌্যালী থেকে বাংলাদেশ যুব ছায়া সংসদের পক্ষ থেকে খাদ্য অধিকার আইন চাই, খাদ্য অধিকার নিশ্চিতে কর্ম অধিকারের নিশয়তা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত নীতি ও কর্মসূচী বাস্তবায়নে যুব অংশগ্রহণ নিশ্চিত করা, পাঠ্য পুস্তকে খাদ্য ও পুষ্টি শিক্ষা জোরদার করা, মা ও শিশুকে অগ্রাধিকার দিয়ে খাদ্য নিরাপত্তা সহায়তা বিশেষ কর্মসূচী নেয়া, ইউনিয়ন ভিত্তিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কমিটি গঠন এবং স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্র সমুহ পুষ্টিবিদ নিয়োগ দেওয়াসহ ছয় দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার অনিল চন্দ্র শর্মা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত