পঞ্চগড়ে কোটা আন্দোলনে নিহত পাঁচ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪

সম্প্রতি কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারকে অর্থসহায়তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিহত সকলেই পঞ্চগড় জেলার বাসিন্দা।মঙ্গলবার (৩ আগষ্ট)প্রত্যেক নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই অর্থসহায়তা তুলে দেন সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব। ছাত্র আন্দোলনে নিহত সাগর ইসলাম, সাজু ইসলাম, আবু ছায়েদ ও শাহাবুল ইসলাম শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১ লাখ টাকা করে তুলে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে নিহত সুমন ইসলামের পরিবার ঢাকায় অবস্থান করায় সেখানেই তাদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেয়া হবে বলেও জানান তারা। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আশিকুজ্জামান ও রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

গত ১৯ জুলই ঢাকার মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় নিজের মুদি দোকানের জন্য পলিব্যাগ আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানহাট এলাকার আবু ছায়েদ (৪৫)। ৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাদেরের মোড় মেলাপাড়া এলাকার শাহাবুল ইসলাম শাওন (২৮)। তিনি সেখানে কাচামালের দোকান করতেন। ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার তরুণ সাগর ইসলাম (২০)। তিনি ঢাকায় ইন্টারনেট শ্রমিক হিসেবে কাজ করতেন। ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার আমিনগর এলাকার সুমন ইসলাম (২১)। তিনি ঢাকায় গার্মেন্টস কর্মী ছিলেন। একই দিনে গাজীপুরের মাওনা এলাকায় বিজিবির গুলিতে গুলিবিদ্ধ হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাড়া সর্দারপাড়া এলাকার সাজু ইসলাম (২৩)। পেশায় টেক্সটাইল মিলের কর্মী সাজু ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেলে মারা যান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত