পঞ্চগড়ে ও লালমনিরহাট স্কুল শিক্ষকদের নিয়ে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১৭:৩৫ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১০

পঞ্চগড়ে দুই জেলার দুই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগতিায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষকরা অংশ নেন।শনিবার সকাল ১০ টার দিকে টসে জিতে প্রথমে ব্যাট করতে মাঠে নামেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই অপেনার গোলাম শামীম ও আফজাল হোসেন। ২০ ওভারের এই খেলায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক দল চার উইকেট এ ১৪০ রান সংগ্রহ করেন। অপরদিকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক দল ৬ উইকেট এ সংগ্রহ করেন ১২২ রান। খেলা শেষে ১৮ রানে জয় পান পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।খেলায় সর্বোচ্চ ১৭ রান করেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুনিল চন্দ্র রায়। তবে ১৬ রান এবং একটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার পান একই বিদ্যালয়ের শিক্ষক আমিন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা আলো। খেলা শেষে বিজয়ী পরাজিত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত