পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিপাই পাড়া বাজারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের আয়োজনে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে পঞ্চগড়- তেতুঁলিয়া মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগে বলা হয়, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে অন্যায়ভাবে মানুষের জমি নিজে দাড়িয়ে থেকে দখল করেছেন। অনেককে চাকুরী দেওয়ার নামে ও মানুষের জমি আরেকজনকে দখল করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন। তার দুর্নীতি চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের বিএনপি নেতা বানিয়ে স্থানীয় সিপাইপাড়া অনেক সাধারণ মানুষের দোকানপাট ভেঙে দিয়েছেন।
তার বিরুদ্ধে কথা বলায় মাদক মামলা সহ নানা মামলা দিয়ে মানুষজনকে হয়রানি করা হয়েছে। অনেকে তার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত