পঞ্চগড়ে আবারো বেড়েছে সব রকমের নিত্যপণ্যের দাম
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:১৫ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫
নতুন বছরে জিনিসপত্রের দাম কমছেনা। বেড়েছে সব রকমের সবজির দাম। বেড়েছে আলু, শিম, টমেটো ফুলকপির দাম। নির্বাচনের আগের দিন থেকে হঠাৎ করেই বাড়তি আলুর দাম। ভরা মৌসুমে সবজির দামে দিশেহারা নিম্নবিত্ত ও শ্রমজীবীরা। সবজির বাজারে গিয়ে চমকে ওঠার মতো অবস্থা মানুষের। পেয়াঁজের দামে অস্বস্তির পর আবার বাড়তে শুরু করেছে কাচা সবজির দাম। ডাল,চিলি,লবন তেল, মাছ মাংসের দাম না কমায় মানুষ এমনিতেই চিন্তিত। তারপরে নতুন বছরে শীতকালিন সবজির বাজার নতুন করে আকাশ ছোঁয়ার মতো অবস্থা।
পঞ্চগড় বাজারে গিয়ে দেখা যায়, হঠাৎ করেই ৪৫ থেকে ৫০ টাকার আলু ৫৫ টাকা থেকে ৬০ টাকায় উঠেছে। ভোক্তা সাধারনের কাছ থেকে জানা যায়, নির্বাচনের আগের দিন থেকেই সবজির বাজার চড়া। পেঁয়াজের সরবরাহ বাড়ায় এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি।
বেগুন প্রতিকেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা। যা কয়দিন আগেই বিক্রি হয়েছে ৩০ টাকা থেকে ৪০ টাকা।শিমের কেজি বর্তমান ৫০ টাকা থেকে ৬০ টাকা।বেড়েছে কাঁচা মরিচের দামও । ৮০ টাকার কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, টমেটো ৬০ টাকা কেজি।। সবজি ব্যবসায়িরা জানান, বাড়ছে আমরা কি করবো। এদিকে মাছ মাংসের দাম অপরিবর্তিত আছে।ডিমের হালি এখন ৪২ টাকা ও সোনালি মুরগী ৩২০ টাকা কেজি। বয়লার ১৯০ ও দেশি মুরগী ৪৫০ টাকা কেজি। বয়লার মুরগি ব্যবসায়ি আনারুল বলেন , ১৮০ টাকা কেজি কেনা। বিক্রি করছি ১৯০ টাকা। পঞ্চগড় বাজারে সরবরাহ কমেছে দেশি লাল চিনির। সাথে বেড়েছে দামও । প্রতিকেজি লাল চিনি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি।সাদা চিনি ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেনি সয়াবিনের দাম। চালের বাজারে আবারো অস্থিরতা দেখা গেছে। চাল ব্যবসায়িরা জানান , ধান এখন ১২০০ টাকার উপড়ে বিক্রি হচ্ছে। তাই মিলে বেশি দামে চাল কিনতে হচ্ছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত