পঞ্চগড়ে আবারো তাপমাত্রা কমে ৯.৪ ডিগ্রীতে নেমেছে

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩২

দেশের উত্তরপ্রান্তের শেষ জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল নয়টার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করে তেতুঁলিয়া আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। এই কর্মকর্তা জানান ‘শুক্ররবার এর চেয়ে তাপমাত্রা বেশি ছিল। আজ শনিবার কমে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। গতকাল ‘শুক্রবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ডিগ্রী সেলসিয়াস।তিনি আরো শীতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ।

এদিকে দুপুরের দিকে রোদের দেখা গেলেও সকালে ও পড়ন্ত বিকেলে প্রচন্ড শীত অনুভূত হয়।গত কয়েকদিন ধরে জেলার উপড় দিয়ে প্রচন্ড শীত বয়ে যাচ্ছে। বাস শ্রমিক রমজান আলী বলেন‘খুব শীত পড়েছে। গাড়িতে কাজ করতে কষ্ট হচ্ছে।মাঠ প্রান্তরে দেখা যায়  প্রায় প্রতিদিন শীত প্রধান পঞ্চগড়ের পাথর ও চা শ্রমিক সহ কৃষকরা জীবিকার তাগিদে ছুটছে কাজে।

এদিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন‘ এখন পর্যন্ত সরকারি ভাবে ২০ হাজার শীতবস্ত্র পেয়েছি। এসব নিয়মানুসারে বিতরণ কার্যক্রম চলছে। শীতার্ত মানুষের চাহিদা অনুযায়ি মন্ত্রনালয়ে পত্র পাঠানো হয়েছে। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত