পঞ্চগড়ে অপহরনের অভিযোগে আটক তিন, অপহ্রতকে উদ্ধার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭
পঞ্চগড়ের বোদা উপজেলায় একজনকে অপহরনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ । বোদা থানা পুলিশ জানায়, গত শুক্ররবার দিবাগত রাতে উপজেলার পাটেশ্বরী দুহসুহ এলাকার আব্দুল ওহাবের পূত্র শামীম হোসেন (১৮) কে চাদা দাবিতে অপহরন করা হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মামলার বাদী হাসান আল মামুনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শুক্ররবার রাত অনুমান দড়টার দিকে টার শামীম হোসেন (১৮) কে উদ্ধার করা হয়।
তাকে ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়। ভিকটিম ও আসামীর মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে বোদা থানার সাকোয়া ইউপির রামপ্রসাদ কার্জীপাড়া গ্রামস্থ কার্জীপাড়া দূর্গা মন্দিরের পশ্চিমে জনৈক শাহদাত সম্রাটের ইজারাকৃত পুকুরের পাড়ে টিনশেড ঘরের ভিতর থেকে শামীম হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আসামী আজগর আলী, মিরাজ হাসান মেহেদী, আপেল ইসলাম কে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে তিনজন ব্যক্তি পালিয়ে যায়৷ বোদা থানার ভারপ্রাপ্ত তদন্ত রেজোয়ানুল হক জানান, এ বিষয়ে বোদা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আটকৃতদের আদালতে প্রেরন করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত