পঞ্চগড়ের সংসদ নির্বাচনে ৭ জনের জামানত বাজেয়াপ্ত
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ২২:০৩
জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে ৭ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।সরকারি নিয়মের প্রদত্ত ভোটের সংখ্যায় তারা এই জামানত হারান। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার সাদাত সম্রাট ছাড়া ।তথ্যমতে জেলার দুটি আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন।
আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য সব বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ি পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ছাড়া অন্য চার প্রার্থী জামানত হারিয়েছেন।তারা হলেন; বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা। তার প্রতীক একতারা ভোট পেয়েছেন ১ হাজার ৩৭১ টি।ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল।তার প্রতীকআম। ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৯ টি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম। তার প্রতীক টেলিভিশন ভোট পেয়েছেন ১ হাজার ৪৮১টি।এছাড়াও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ। তার প্রতীক ছড়ি। ভোট পেয়েছেন ৭৪৩টি। এরা সবাই প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারান।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৪৬ টি।বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৬৩৩ টি। ভোট প্রদানের শতাংশ হার ৪৪ দশমিক ০৮।এ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ২১০ টি। পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথ মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন নৌকা প্রতীকে এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে ৭ হাজার ৬২৭ ভোট পেয়ে জামানত হারান।
এছাড়া তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে ৪ হাজার ৪২০ ভোট ও বিএসপির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে ৪ হাজার ৪৭০ ভোট পেয়ে জামানত হারান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪০ টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০ টি। পঞ্চগড়-২ আসনে ভোট প্রদানের শতাংশ হাড় ৫৩ দশমিক ১৫ ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বিধি অনুযায়ি প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্তের বিধান রাখা আছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত