পঞ্চগড় সদর থানার ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়ের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ডিসেম্বর) সকালে সদর থানার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। পরিচিতি ও মত বিনিময়কালে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, আমি দুমাস হয় পঞ্চগড়ে যোগদান করেছি। এ মাসে পর্যবেক্ষণ করে দেখলাম পঞ্চগড়ের সাংবাদিকরা বেশ পজেটিভ। তিনি আরো বলেন,সাংবাদিকদের রিপোর্ট ছাড়া স্বচ্ছ তথ্য পাওয়া যায়না। এটা আমরাও চাই।
আপরাধ করলে আপনারা আমাদের সহযোগীতা করবেন আমরা খুব দ্রুত ব্যবস্থা নিবো। কোন ছাড় নেই। তিনি বলেন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে এটা সবার প্রত্যাশা।
আরো বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামিল চৌধুরী ডলার, শহীদুল ইসলাম শহীদ,কামরুল ইসলাম কামু, এস এ মাহমুদ সেলিম হারুন উর রশিদ, শাহজালাল, লুৎফর রহমান, সাজেদুর রহমান রেজা প্রমূখ। এসময় পুলিশ কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত রন্জু আহমেদ,ইন্সপেক্টর প্রদীপ সরকার।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত