পঞ্চগড়ে বিএনপি অফিস ভাংচুর মামলায় দুই আ'লীগ নেতা গ্রেফতার

  পঞ্চগড় প্রতিনিধি:

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৬ |  আপডেট  : ২৭ অক্টোবর ২০২৪, ১৮:৩৫

পঞ্চগড়ে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রেক্ষিতে দেবীগঞ্জ থেকে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩’র একটি টিম।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে র‍্যাব-১৩ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন ও পৌর কৃষকলীগের সভাপতি আবু বকর সিদ্দীক।

খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড় সদরে গত ১৯ জুলাই জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় গত ৭ আগস্ট পুরাতন পঞ্চগড় এলাকার আব্দুল বাতেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের (মামলা নং- ১০) করেন। এতে ১১৪ জনের নামসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়।এই মামলায় গতকাল র‍্যাব-১৩ সুইডেন ও সিদ্দীককে গ্রেফতার করে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

পঞ্চগড় সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত