পঞ্চগড়ে বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভা
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:২৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭
পঞ্চগড়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশ এই সভার আয়োজন করে।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদার সভাপতিত্বে সভায় পৌর মেয়র জাকিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সফিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায় সংগঠনের নেতাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, আসন্ন খ্রিস্টান ধর্মের বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত