পঞ্চগড়ে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপি গণ ইফতার শুরু

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৩০ | আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২১:২৯

পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে সপ্তাহব্যাপি গণ ইফতার কর্মসুচী শুরু হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের মকবুলার রহমান সরকারি কলেজ শাখা এই গণ ইফতার আয়োজন করেছে । বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচীর উদ্বোধন করেন ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার আলী,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও জেলা শাখার সাধারন সম্পাদক তোফায়েল প্রধান । এসময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী লোকমান আলী, সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক দেলোয়ার হোসেন , সঞ্চালনা করেন কলেজ শাখার সভাপতি মাসুদ রানা। বক্তারা এসময় বলেন, ৭ দিন ব্যাপি এই গণ ইফতার কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থী ছাড়াও যে কেউ এই ইফতার কার্যক্রমে অংশ নেবেন। প্রতিদিন সিয়াম সাধনার গুরুত্ব বিষয়ে বিভিন্ন গুণিজন আলোচনা করবেন। মুলত: রোজা রাখার গুরুত্ব ও ইসলামীক চর্চার সকলকে সচেতন করার জন্যই এই আয়োজন। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাইকে খিচুরি, খেজুর খাওয়ানোর মধ্যদিয়ে ইফতার করানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত