নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৫ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

মীর মোহাম্মদ খোরশেদ আলম [ফাইল ছবি]

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে আওয়ামী লীগের রাজনৈতিক সভায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মো. মীর মোহাম্মদ খোরশেদ আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিএনপি পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপজেলার আদাঐর ইউনিয়নে একটি রাস্তা উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন মীর মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় তিনি বিমান প্রতিমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তৃতার শেষ অংশে তিনি উপস্থিত সবাইকে আগামী দিনে প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘মন্ত্রী আসছেন এলাকায় একটা রাস্তা উদ্বোধন করার জন্য। এই অনুষ্ঠানে মন্ত্রী আমারে ডাকছেন, আমি মন্ত্রী সাহেবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছি। আমার বক্তব্যে বলছি, আমার ইউনিয়নের মানুষ শান্তিতে আছে, কোনও ধরনের হয়রানির শিকার হচ্ছে না। মন্ত্রী মহোদয়ের সামনে তো আর বলেতে পারি না ওনাকে (মন্ত্রীকে) ভোট দিয়েন না।  এ জন্য যদি দল বহিষ্কার করে কিছু করার নেই।’

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানান, তার কাজটি দালালির মতো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত