নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মার্চ ২০২৩, ১৫:০৫ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯

নেপোলিয়নের আগমন সংবাদ পাওয়া মাত্র মিত্রপক্ষের প্রতিনিধিরা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধভাবে তাঁকে বাধা দিতে অগ্রসর হয়। তাঁকে ‘আইন-বহির্ভূত ব্যক্তি’ বলে ঘোষণা করা হয় এবং মিত্রপক্ষ তিনদিক থেকে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করে। 

(১) ডিউক অফ ওয়েলিংটনেরনেতৃত্বে ব্রিটিশ বাহিনী ও ব্লুকারের নেতৃত্বে প্রাশিয় বাহিনী উত্তর দিক থেকে আক্রমণ করে।
(২) জার প্রথম আলেকজান্ডার -এর নেতৃত্বাধীন রাশিয়া -র বাহিনী পূর্বদিক থেকে আক্রমণ করে।
(৩) শোয়ারজেনবার্গ-এর নেতৃত্বে অস্ট্রিয় বাহিনী পশ্চিম দিক থেকে ফ্রান্সের উপর আক্রমণ চালানো শুরু করে।

নেপোলিয়ন লিঞ্জি ও কোয়াটার ব্রাস-এর যুদ্ধে জয়যুক্ত হলেও ১৮১৫ খ্রিস্টাব্দের ১৮ই জুন ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ও প্রাশিয় সেনাপতি ব্লুকার-এর হাতে ওয়াটার্লুর যুদ্ধে (Battle of Waterloo) পরাজিত হন। এই যুদ্ধে নেপোলিয়নের প্রায় ৩৭ হাজার, ব্রিটেনের ১৩ হাজার এবং প্রাশিয়ার ৬ হাজার সেনা নিহত হয়।

তিনি ১৫ই জুলাই ব্রিটিশ নৌশক্তির কাছে আত্মসমর্পণ করেন। ১৮১৫ খ্রিস্টাব্দের আগস্ট মাসে তাঁকে ফ্রান্স থেকে পাঁচ হাজার মাইল দূরে মধ্য আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।

১৮২১ খ্রিস্টাব্দের ৫ই মে মাত্র ৫২ বছর বয়সে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন জীবনে থাকাকালীন নেপোলিয়নের মৃত্যু হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত