নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিতেও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ০৭:৪৯ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরাঞ্চলেও। খবর এএফপির 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর। 

তবে নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ভারতের ভূমিকম্পবিষয়ক দপ্তর। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা। 

এদিকে মঙ্গলবারেই রাত ৯টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত