নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৯:৩২ |  আপডেট  : ১২ মে ২০২৪, ০৪:৩৮

ইসরায়েলের পার্লামেন্টের সদস্যরা নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। এর মাধ্যমে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হয়েছে।

রবিবার (১৩ জুন) ৬০-৫৫ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাফটালি বেনেট। আর পার্লামেন্টে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মূলত বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে মতাদর্শগত ভাবে চরম বিভেদ থাকার পরেও নতুন জোট গঠন করেছে দেশটির সাতটি রাজনৈতিক দল। জোটের শর্ত অনুসারে, ইয়ামিনা পার্টির নেতা বেনেত ২০২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করবেন। এরপর তিনি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। লাপিদ দুই বছর ক্ষমতায় থাকবেন।

রবিবার পার্লামেন্টে ভোটের সময় নীরব বসে ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নতুন জোট সরকার অনুমোদন পাওয়ার পর বেনেত এর সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট কক্ষ ছেড়ে যান। এরপরে নেতানিয়াহু বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে বসেন।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে টানা ১২ বছর দেশটির ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু গত কয়েক বছরে তার জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত