নেতাকর্মীদের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা না বলার নির্দেশ কাদেরের
প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১৪:০৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৮
দলের নেতাকর্মীদের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা না বলার নির্দেশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৫ আগস্ট উপলক্ষে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় এমন নির্দেশনা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের বলবো প্রত্যেককে কথাবার্তায় আচার-আচরণে দায়িত্বশীল হতে হবে। এ সময়ে দায়িত্বজ্ঞানহীন কোনো কথাবার্তা বলা সমীচীন নয়। ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়। ঠাণ্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে।
আলোচনা সভায় ওবায়দুল কাদের আরও বলেন, কোনো শক্তির কাছ আমরা মাথা নত করি না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মাথা নত করার মতো লোক নয়। শেখ হাসিনা আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত