নেইমারকে ছাড়াই মেসি-এমবাপ্পে ঝলকে সহজ জয় পিএসজির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ |  আপডেট  : ৪ মে ২০২৪, ০২:৪৪

দারুণ ফর্মে থাকা নেইমার জুনিয়রকে ছাড়াই দল সাজিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তবে খেলায় এই পরিবর্তন খুব একটা প্রভাব ফেলেনি।

বরং লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ঝলকে সহজ জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা।  রোববার রাতে লিগ ওয়ানে নঁতকে ০-৩ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। এমবাপ্পে পেয়েছেন জোড়া গোল। দুটি গোলেই অ্যাসিস্ট মেসির। অন্য গোলটি নুনো মেন্দেসের।

নঁতের বিপক্ষে আগের তিন লড়াইয়ের দুটিতে হেরেছিল পিএসজি। তবে এবার ম্যাচের অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা দলটি কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

১৮তম মিনিটেই পাল্টা-আক্রমণে গোলের দেখা পায় পিএসজি। বল নিয়ে অনেকটা দৌড়ে গিয়ে ডি-বক্সের বাঁ দিকে বল বাড়িয়ে দেন মেসি। ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, আরও বড় ধাক্কা খায় নঁত। মিনিট ছয়েক পরে পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। তবে ধাক্কা সামলে পাল্টা আক্রমণে উঠতে থাকে স্বাগতিকরা।  

দ্বিতীয়ার্ধে শুরুর দিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস বাড়ান মেসিকে। রক্ষণের বাধায় শট নিতে না পারলেও ফিরতি পাস দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আলতো টোকায় এমবাপ্পে বল জড়িয়ে দেন জালে। এ মৌসুমে এমবাপ্পের গোল এখন ৭টি, নেইমারের গোলসংখ্যাও সমান।

৬৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে নিয়ে নেইমারকে মাঠে নামান গালতিয়ের। বদলি নামার কিছুক্ষণ পরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট বাধা পায় পোস্টে। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান তরুণ ডিফেন্ডার মেন্দেস।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত