নিলামের বাইরে চা পাচার করলে কঠোর ব্যবস্থা পঞ্চগড়ের ডিসি সাবেত আলী
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১৮:০৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
চা চাষীরা তাদের কাঁচা চা পাতার ন্যায্য মূল্য পায় বিষয়ে পঞ্চগড়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় জেরা প্রশাসক কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কাঁচা চা পাতার ন্যায্য মূল্য, ওজন সহ নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী সভাপত্বিত করেন। সভায় তিনি সম্প্রতি সভার বিশোদ বিবরণী তুলে ধরে বলেন, চা কারখানা, চা বাগানে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ কাজে নিয়োজিত। অর্থকরি এই চায়ের মান ধরে রাখতে হবে। এতে এলাকা ও দেশের সুনাম উত্তর উত্তর বৃদ্ধি পাবে। প্রতিকেজি কাঁচা চা পাতার মূল্য যেনো সঠিক ভাবে সব চা চাষীরা পায় সেদিকে সকলকে একমত থাকতে হবে। এতে কোন গড়িমসি নয়। যদি এ সিদ্ধান্ত মানা না হয় তাহলে কঠোর ব্যবস্থা জোড়দার করা হবে।
জেলা ্রপশাসক বলেন চায়ের মান ধরে রাখতে কোন ছাড় নয়। উভয় পক্ষকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সিদ্ধান্ত অনুয়ায়ি কারখানায় সাড়ে চারপাতা কাঁচা চা পাতা সরবরাহ করতে হবে। যদি বৃষ্টির কারণে কাঁচা চা পাতা দেওয়া হয় সেক্ষেত্রে ওজনের ১২% এর বেশি কর্তন করা যাবেনা। এরপাশাপাশি কুয়াশায় ভেজা কাঁচা চা পাতা দিলে সেক্ষেত্রে ৮% অধিক কর্তন করা যাবেনা।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন অবৈধ বা চোরাই পথে কোন চা কারখানার মালিক যদি এ কাজ করে তাকে আইনের মুখোমুখি হতে হবে। চা চাষীরা যখন কাঁচা চা পাতা দিবে কর্তনের হার , নাম ঠিকানা ও দর রশিদে অবশ্যই উল্লেখ করতে হবে।তিনি জোড় দিয়ে বলেন আমাদের কাছে তথ্য আছে কারা বা কে চা পাচারে জড়িত। তিনি কাষ্টমসের দৃষ্টি আকর্শন করে বলেন, শুধু অবৈধ পাচার করা চা আটকিয়ে ভ্যাট প্রদান করে চা ছেড়ে দেওয়া যাবেনা। চা বোর্ড কাষ্টমস, পুলিশ সহ প্রশাসন সর্বদা কাজ করবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি ঘোষনা দেন বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) থেকে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যদি পাচারকৃত চা আটক বা উদ্ধার করা হয় সেগুলি নিলামে বিক্রয় করা হবে। এরপর নিলামের অর্থ এনবিআর এ জমা দেওয়া হবে। যদি কারকানার মালিক জড়িত থাকে তাদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশচা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, সুপার কনক কুমার দাস,সাব্কে মেয়র তৌহিদুল ইসলাম ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, প্রেসক্লাবের আহবায়ক সরকার হায়দার। এসময় চা চাষী , কারখানার মালিক/প্রতিনিধি প্রিন্ট ,ইলেট্রোক্্ির ও অনলাইনেল গনমাধ্যম কর্মী সহকুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত