"নিমগ্নচিত্ত" -  রাজু আহমেদ

  রাজু আহমেদ

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭

"নিমগ্নচিত্ত"

 রাজু আহমেদ

 

এবার গাথো মালা,

সন্ধ্যার শান্ত বেলা।

শান্ত হয়েছে মন

এসো করি বসে আলাপন।

 

তোমার ঐ চোখে এতো প্রেম আছে আমার এই মাতাল হৃদয় এসেছে পাশে।

তুমি বসে পাথর ছড়ানো ঘাটে ওড়না দিয়ে গায়,এই সন্ধ্যা রাতে।

অপেক্ষায় আমি অপর তীরে তুমি পদ্মাকূলের কিছু দূরে।

 

তুমি ডুবে আছো চোখের স্বল্পজলে

নিশ্চুপ হয়ে ছলনা ছলে।

 

কবি : রাজু আহমেদ

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত