নিখোঁজ ১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১১:১৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১১:৫২

বঙ্গোপসাগর মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। গতকাল শনিবার রাতে ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

এতে জানানো হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও দুজন বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) রাতে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ১১টি ট্রলারডুবির ঘটনায় ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত