নিখোঁজের পাঁচ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১৯:০৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ।নিহত যুবক তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে।
২৪ নভেম্বর, শুক্রবার জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।
পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুকব পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। আজ শুক্রবার জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত