নিউজিল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপেও আত্মবিশ্বাস বাড়বে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১১:৫৪ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৭

 অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশকে করেছে আত্মবিশ্বাসী। দারুণ এই সিরিজ জয়ে বিশ্বদরবারে সুনাম কুড়িয়েছে টাইগাররা। সামনে আরেকটি সিরিজ। আর এই সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। হোম সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ১ সেপ্টেম্বর। এর আগে ২৭ আগস্ট থেকে অনুশীলনে নামবে দু’দলের ক্রিকেটাররা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ কতোটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা উঠে এসেছে অলরাউন্টার মেহেদী হাসান মিরাজের কথায়। টি-টোয়েন্টি দলে না থাকলেও, ক্রিকেট দলে নিজের দায়িত্ব সর্ম্পকে সচেতন মিরাজ বললেন বিশ্বকাপের আগে কতটা গুরুত্বপূর্ণ মিরপুরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ।     

অফস্পিনার অলরাউন্ডার মিরাজ বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বড় পাওয়া ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় একটা সময় ছিল আমরা চিন্তাও করতাম না। কিন্তু বড় বড় দলের সাথে সিরিজ জয় করছি এবং হারাচ্ছি। আমি মনে করি আমাদের ক্রিকেট আগের চেয়ে অনেক উন্নতি করেছে, ভালো ক্রিকেট খেলছে। যে টিম মেট রয়েছে কম্বিনেশনটা খুব ভালো আমাদের। সিনিয়র-জুনিয়র এবং যারা নতুন এসেছে তারা ভালো পারফর্ম করছে। এটা ভালো যে এক দুইজন নয়, সবাই ভালো পারফর্ম এবং কন্ট্রিবিউট করছে টিমের জন্য। এটা একটা টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বিষয়ে মিরাজ বলেন, ওয়ার্ল্ডকাপে যাওয়ার আগে সামনে আরও একটি সিরিজ আছে, এই সিরিজে যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ভালো পারফর্ম করি আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। আমি মনে করি, আমাদের যে আত্মবিশ্বাস আছে। শেষ সিরিজে আমরা যেভাবে খেলেছি, প্রত্যেকটা খেলোয়াড় ডমিনেন্ট ছিল। খুব ভালো খেলেছে, এটা খুব ইতিবাচক দিক ছিল আমাদের জন্য।

বুধবার (২৫ আগস্ট) খুলনার বয়রায় সস্ত্রীক ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আবেদন করতে এসে মিরাজ বলেন, বিশ্বকাপের আগে আরেকটা সিরিজ আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা যেন শতভাগ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারি, সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কেমন করবে বাংলাদেশ এমন প্রশ্নে মিরাজ বলেন, ভালো ব্যাটিং-বোলিং করে একটা প্রসেসের মধ্যে যদি আমরা থাকি তাহলে রেজাল্ট করাটা সম্ভব। আমাদের পরিকল্পনা সেটাই, প্রসেসের মধ্যে থাকলে রেজাল্ট অবশ্যই শতভাগ আসবে।

বিশ্বকাপ প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমাদের প্রস্তুতি খুবই ভালো। টিমও যাবে ভালো করার জন্য, প্রত্যেকের যার যার জায়গায় ভালো পারফর্মেন্স করলে টিমের জন্য ভালো রেজাল্ট হবে। 

তিনি বলেন, ওয়াল্ডকাপের প্রস্তুতির জন্য অনেক বেশি সময় নেই, আবার অল্প সময়ও নেই। খুব কাছাকাছি। খুব ভালো একটা প্রস্তুতি নিয়েই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারবে।’

বিশ্বকাপে প্রত্যাশার বিষয়ে বলেন, সবাই যদি ভালো পারফর্ম করতে পারি, লাস্ট সিরিজ আমরা যেমন খেলেছি, সেভাবে খেলতে পারলে আশা করি যে আমরা ভালো একটা রেজাল্ট করবো।

টেস্ট এবং ওয়ানডেতে দলে তার ভূমিকা বেশ বড়। এই অফস্পিনিং অলরাউন্ডার নিজেকে সেভাবে আরও পরিণত করে গড়ে তুলছেন। নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথের কাছ থেকে পাচ্ছেন অনেক টেকনিক্যাল সাপোর্টও। 

বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ সম্পর্কে অলরাউন্ডার মিরাজ বলেন, সে খুবই দক্ষ কোচ। শ্রীলঙ্কার খুব ভালো বোলার ছিল। সে আমাদের সাথে ভালো মানিয়ে নিতে পারবে। আমাদের কন্ডিশনটা খুব ভালো জানে, সে খেলেছে। আর শ্রীলঙ্কা-বাংলাদেশ সিমিলার কন্ডিশন হওয়া সে ভালো রিড করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট সে অনেক বছর ধরে খেলেছে। সেইসব কিছু আমাদের সাথে শেয়ার করে। শুধু আমাকে নয়, প্রত্যেকটা স্পিনারকে নিয়েই তিনি কাজ করেন। ছোট ছোট বিষয় নিয়ে টার্চ করে। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে যদি আমরা আরও কাজ করতে পারি এবং শতভাগ নিতে পারি তাহলে দেশের স্পিনাররা অনেক উন্নতি করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত