নায়ক রুবেল বরিশালে যাবার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন সফর সঙ্গী আহত
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪
নায়ক রুবেল বরিশালে ক্যারাতে অনুষ্ঠানে যাবার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩জন সফর সঙ্গী আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত নায়ক রুবেলসহ তিনজনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ, মাদারীপুর সদর হাসপাতাল ও ফায়ার সার্ভিস জানায়, বরিশালে একটি ক্যারাতে অনুষ্ঠানে যাবার পথে নায়ক রুবেলসহ আরো পাঁচজন ঢাকা থেকে যাচ্ছিল। পথিমধ্যে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় তাদের বহনকারী গাড়ী বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেল, ওমর ফারুক ও মো. কবির নামে তিন জন আহত হয়। পরে মস্তফাপুর হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত