নাসার মঙ্গল রোবট হেলিকপ্টার ইনজেনুইটি ভবিষ্যতে আর উড়বে না

  তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১১:২১

নাসার মঙ্গল রোবট হেলিকপ্টার ইনজেনুইটি তিন বছরে কয়েক ডজন বার উড়ে যাওয়ার পর চিরতরে গ্রাউন্ডেড (ভবিষ্যতে আর উড়বে না) হয়েছে। নাসা বলেছে, এটি যুগান্তকারী মিশন শেষ করেছে যা সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ জানুয়ারি ৭২তম ও শেষ উড্ডয়নের পর পৃথিবীতে ফিরে আসা ছবিতে দেখা যায়, ক্ষুদ্র ঘূর্ণিঝড়টির দুটি রোটর ব্লেডের একটি অংশ ভেঙে গেছে। যার ফলে এটি আর অভিযান পরিচালনা করতে (অপারেশন) করতে অক্ষম হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, এটা খুবই দুঃখজনক আমাকে ঘোষণা করতে  হচ্ছে  যে, ইনজেনুইটি নামের ছোট হেলিকপ্টার মঙ্গল গ্রহে তার শেষ ফ্লাইট সম্পন্ন করেছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত