নাসরাল্লাহ হত্যায় বিশ্বের প্রতিক্রিয়া
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:০৩
শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরায়েল ৬৪ বছর বয়সী নাসরাল্লাহকে হত্যার দাবি করার কয়েক ঘণ্টা পর, ঘটনার সত্যতা স্বীকার করে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে লেবানিজ গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে, তাদের নেতা বৈরুতের দক্ষিণ অঞ্চলে বিশ্বাসঘাতক ইহুদি হামলায় নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, নাসরাল্লাহ প্রায় ৩০ বছর ধরে যে পথ পরিচালনা করেছিলেন, সেই পথের মহান ও অমর শহিদ সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন তাদের নেতা।শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাবে এবং ফিলিস্তিনকে সমর্থন করবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি।
শুক্রবার সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ অঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ নেতাকে লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে। এতে কমপক্ষে ছয়টি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।
প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, পরে নাসরাল্লাহ হত্যার ঘটনা স্বীকার করে হিজবুল্লাহ। নাসরাল্লাহ হত্যার পর আঞ্চলিক যুদ্ধ অনিবার্য বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা, হত্যার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যার ঘটনাকে ইসরায়েলের কাপুরুষোচিত ও সন্ত্রাসী কাজ বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়,‘আমরা এই বর্বর ইহুদি আগ্রাসন ও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মূল্যবোধ,রীতিনীতি ও সনদের প্রতি অগ্রাহ্যতা প্রদর্শন ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলেছেন সংগঠনের নেতারা।সেই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধের সঙ্গে পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছেন তারা।
ইসরায়েলের নির্মম আগ্রাসনের নিন্দা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হাসরাল্লাহ হত্যায় গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলন।এসময় লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছে ফাতাহ।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ইসরায়েলি হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে তিনি ইসরায়েলকে নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অপরাধ যা দেখায় যে ইহুদি সত্তা সমস্ত লাল রেখা অতিক্রম করেছে। বিবৃতিতে সুদানি নাসরাল্লাহকে “সৎপথের শহিদ” বলে অভিহিত করেছেন। ইরাকজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।প্রভাবশালী ইরাকি শিয়া মুসলিম নেতা মোক্তাদা আল-সদরও ইরাকে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ইসরায়েলি হামলাকে তিনি ‘গণহত্যা,দখল ও আক্রমণে’র অংশ হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থাগুলোকে ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাসরাল্লাহের নাম উল্লেখ না করে এরদোয়ান বলেছেন,তুরস্ক লেবাননের জনগণ এবং এর সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।
মুসলিম বিশ্বকে আরও “দৃঢ়” অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছেন,নাসরাল্লাহর হত্যাকাণ্ড তাদের ইসরায়েলি শত্রুদের মোকাবেলা করার সংকল্পকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলি শত্রুকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এক বিবৃতিতে গোষ্ঠীটির নেতৃত্ব কাউন্সিল জানিয়েছে, শহিদ হাসান নাসরাল্লাহ’র আত্মদান ত্যাগের শিখাকে বাড়িয়ে তুলবে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বেয়ারবক লেবাননের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন । ইসরায়েলি হামলায় পুরো অঞ্চলটি সহিংসতার এক চূড়ান্ত চক্রে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিকে অঞ্চলটির স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সংঘর্ষ রোধে লেবানন কর্তৃপক্ষ এবং অঞ্চলটির অংশীদারদের সাথে যোগাযোগ করছে ফ্রান্স। এক বিবৃতিতে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ফ্রান্সের বামপন্থী রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য জাঁ-লুক মেলেঞ্চন বলেছেন, নাসরাল্লাহ হত্যাকাণ্ড লেবাননে আগ্রাসন এবং সাধারণ যুদ্ধের আরও একটি ধাপ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, নেতানিয়াহুর অপরাধগুলো চলতে থাকবে কারণ তা অপ্রতিহত রয়েছে।
রাশিয়ায় নাসরাল্লাহ হত্যায় ইসরায়েলকে কঠোরভাবে নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে লেবাননে শত্রুতা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা লেবানন এবং মধ্যপ্রাচ্যকে আরও বড় নাটকীয় পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রচলিত চর্চা নিয়ে উদ্বিগ্ন তিনি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত