নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু
প্রকাশ: ৯ জুন ২০২২, ২১:৫৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৫:১৪
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগের আখড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিন্দাবন ঘোষের ছেলে রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), তার ভাই নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও আরেক ভাই রুপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)।
তাদের আত্মীয় পায়েল ঘোষ বলেন, বৃষ্টির কারণে ঘরের মেঝেতে পানি জমছিল। সেই পানি বড় জা বিমলা রানী মুছতে গিয়ে ঘরের কেচি গেট ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘরে থাকা অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত