নায়কদের নামে গরুর নাম রাখায় আপত্তি জানালেন ওমর সানি
প্রকাশ: ৭ জুলাই ২০২২, ১২:৪০ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৪
প্রতি বছর কোরবানির পশুর হাটে গরুর বাড়তি নজর পেতে জনপ্রিয় সব তারকা ও আলোচিত ব্যক্তিদের নামে গরুর নামকরণ করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
এবারও কোরবানির পশুর হাটে তারকাদের নামে পশু বিক্রি করার খবর এসেছে গণমাধ্যমে। সেই তালিকায় দেখা গেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান থেকে শুরু করে ডিপজল, জায়েদ খানদের নাম। এ ছাড়াও বলিউডের শাহরুখ খানের নামেও বাজারে আনা হয়েছে গরু।
নায়কদের নামে কোরবানীর পশুর নাম রাখায় আপত্তি জানিয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক ওমর সানী। মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন এই নায়ক।
সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানি লেখেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না। ’
তিনি পরামর্শ দিয়ে আরো লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন। ’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত