নানা আয়োজনে শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১৬:৩১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
নানা কর্মসূচীর মধ্য দিয়ে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে । রবিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর মুরালে ফুল দেয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন , এসময় জাতির জনকের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন , সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ , উপজেলা স্ব্যাস্থ্য কর্মকর্তা আবু তোয়াহা মোহাম্মদ সাকিল , শ্রীনগর থানার ও সি তদন্ত মাসুদ পারভেজ ,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ , মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান , ইকবাল হোসেন মাষ্টার , হাসাড়া ইউ, পি চেয়ারম্যান সোলাইমান খান , ষোলঘড়ের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ ।সভা শেষে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এরা হচ্ছে। ( ক) গ্রুপে ১/ শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মরিয়ম ২/ দেওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সানজিদা
৩/উত্তর কোলাপাড়া প্রাইমারী স্কুলের মেহেজাবিন সুলতানা
খ গ্রুপে ১ম হয়েছে , শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আনিকা আনজুম ইরিনা
২ য় হয়েছে বড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের মালিহা আনজুম ।
৩ য় ষোলঘর এ কে এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানসুরা ইসলাম অবন্তী এবং
৪ র্থ স্থান অর্জন করেছে শ্রীনগর সুফিয়া এ হই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের অধরা হযরত হিরা ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত