নরেন্দ্র মোদির পরিবারে করোনার ধাবা, কাকিমার মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪৬ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১১:২৬

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) পরিবারে করোনার থাবা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন  প্রধানমন্ত্রীর কাকিমা। করোনা আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। 

গুজরাটের আহমেদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন প্রধানমন্ত্রীর কাকিমা (PM Modi’s Aunt)। নাম নর্মদাবেন (৮০)। দিন কয়েক আগে কোভিড (COVID-19) আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মৃত্যু হল তাঁর। তাঁর প্রয়াণের জেরে শোকস্তব্ধ গোটা পরিবার।

প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, “করোনা আক্রান্ত হওয়ার পর কাকিমা নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাঁকে সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই আজ তাঁর মৃত্যু হল।” তিনি আরও জানিয়েছেন, বহু বছর আগেই প্রধানমন্ত্রী কাকা জগজীবনদাস প্রয়াত হয়েছেন। প্রধানমন্ত্রীর বাবার থেকে বছর কয়েকের ছোট ছিলেন তিনি। যদিও পরিবারের সদস্যের মৃত্যু নিয়ে এখনও প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মার্চের গোড়া থেকেই দেশে করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। চিন্তা বাড়ছে সুস্থতা নিয়েও। অক্সিজেনের অভাবে হাহাকার করছে দেশ। হাসপাতালে খালি নেই বেডও। এমন পরিস্থিতির জন্য কেন্দ্রের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন অনেকে। কেউ কেউ আবার আমজনতার গা ছাড়া মনোভাবের দিকে আঙুল তুলছে। তবে সবমিলিয়ে এবারের পরিস্থিতি যথেষ্ট চিন্তার। এর মাঝেই খবর খোদ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যা মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত