নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (৩১ আগস্ট) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট মানব ও বৈষয়িক ক্ষয়ক্ষতি নিয়ে মোদির উদ্বেগ প্রকাশের পর শেহবাজ শরিফ এই ধন্যবাদ জানালেন। শেহবাজ শরিফ বলেছেন, তার দেশ প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব শিগগিরই কাটিয়ে উঠবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানজুড়ে অভূতপূর্ব মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। এতে দেশটিতে এক হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও দেশটির তিন কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শেহবাজ শরিফ এক টুইটার পোস্টে বলেন, 'বন্যার কারণে সৃষ্ট মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানানোর জন্য আমি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।'

এর আগে গত সোমবার (২৯ আগস্ট) রাতে টুইটারে মোদি লেখেন, ‘পাকিস্তানে বন্যায় সৃষ্টি হওয়া ধ্বংসযজ্ঞ দেখে আমি দুঃখিত। আমরা হতাহতদের পরিবার, আহত ও এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আশা করছি, দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি।’ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত