নরসিংদীরতে ট্রাকচাপায় নিহত চারজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১২:০২ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ২০:২২

ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার মেশিনঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা এলাকার সিদ্দিক ও আবুল কালাম এবং বেলাবো এলাকার সিদ্দিক। বাকিজনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেটগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশের সবজি বাজারে ঢুকে যায়। দুর্ঘটনায় অটোরিকশার দুজন ও দুজন পথচারী নিহত হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনা চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত