নববর্ষে ৯৯৯–এ শব্দদূষণের ৯৭১ অভিযোগ

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৩:৫১ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ০৩:০২

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারা দেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে ‘জাতীয় জরুরি সেবা–৯৯৯’। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল রাত ১২টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। আর গতকাল রোববার রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল আসে ৯৯৯–এ। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১৩০ জন।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে। অপরদিকে গতকাল দিবাগত রাত ২টায় ঢাকার ধানমন্ডি থেকে একজন জানান, তার পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শিটের ওপর ফানুস পড়ে আগুন লেগেছে। তবে এ ঘটনায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানানো হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত