নন্দীগ্রাম শহরের কালিকাপুরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ১৭:০৩ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩
বগুড়ার নন্দীগ্রাম শহরের কালিকাপুরে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর বারোয়ারী রাধাগোবিন্দ মন্দির ও আটচালা অঙ্গণে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১৬ প্রহরব্যাপী ব্যাপক উৎসবমুখর পরিবেশে মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে স্থানীয় ও বিভিন্ন এলাকার ভক্তদের আগমন ঘটে।
উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন প্রমুখ।
সেসময় উপস্থিত ছিলেন কালিকাপুর বারোয়ারী রাধাগোবিন্দ মন্দির কমিটির উপদেষ্টা অখিল চন্দ্র, সভাপতি বিমল চন্দ্র, সহসভাপতি বিষ্ণুপদ, সেক্রেটারী নয়ন চন্দ্র রায়, ক্যাশিয়ার গিরেন চন্দ্র সরকার, সদস্য রবীন্দ্রনাথ, সুকমল চন্দ্র ও সুজন কুমার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত