নন্দীগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩, ১৪:০৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০২:৪২

'সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে নন্দীগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সমবায়ী লুৎফর রহমান ও নুরুল ইসলাম তোতা প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত