নন্দীগ্রামে হরিবাসর পরিদর্শন করলেন ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০০:৫৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার ও বুড়ইল গ্রামে হরিবাসর পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। গত বৃহস্পতিবার রাতে ধুন্দার সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দির চত্বরে অষ্টপ্রহর ব্যাপি শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও মহাপ্রভুর ভোগ মহোৎসব পরিদর্শন করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন বিলাস চন্দ্র সরকার, ভবদিশ চন্দ্র সরকার ও নিদয় কুমার সরকার প্রমুখ। এরপর শুক্রবার তিনি বুড়ইল দক্ষিণপাড়ায় ১৬ প্রহর ব্যাপি হরিবাসর পরিদর্শন করেন। সেসময় উপস্থিত ছিলেন ভারত চন্দ্র প্রাং, নিতাই চন্দ্র রায়, পবিত্র চন্দ্র মহন্ত ও ব্রজেন্দ্রনাথ প্রমুখ। এছাড়াও  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত উপজেলার বিভিন্ন হরিবাসর পরিদর্শন করে। হরিবাসর পরিদর্শনকালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।    

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত