নন্দীগ্রামে সাংবাদিক ফারুকের পিতার ইন্তেকাল
প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৯:৩৮ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৫
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুকের পিতা আলহাজ্ব আব্দুল আজিজ সরকার (৮৭) সোমবার (৮ আগস্ট ) বিকেল ৫ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলো। মৃত্যুকালে মঙ্গলবার সকাল ১০ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে নন্দীগ্রাম কলেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানসহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত