নন্দীগ্রামে রণবাঘা কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় জরিমানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১৪:০৭ |  আপডেট  : ১৮ জুন ২০২৪, ১০:৫০

বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা কোরবানির পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত হারে খাজনা আদায় এবং রশিদে খাজনার পরিমাণ না লেখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই হাট-বাজারের ম্যানেজার নজরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। 

শুক্রবার (১৪ জুন) বিকেলে রণবাঘা পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। 

এ বিষয়ে তিনি বলেন, রনবাঘা কোরবানির পশুর হাটে নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত হারে খাজনা আদায় করা হচ্ছিলো। এমন অভিযোগ পেয়ে রণবাঘা কোরবানির পশুর হাটে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত হারে খাজনা আদায় এবং রশিদে খাজনার পরিমাণ না লেখার অপরাধে রণবাঘা হাট-বাজার ইজারদারের ম্যানেজার নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অতিরিক্ত হারে খাজনা আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত