নন্দীগ্রামে যুবলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:৩৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪
বিএনপি-জামায়াতের দেশবিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ অবরোধের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে পৌর যুবলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে পৌর যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রণজিৎ কুমার মহন্ত রনির সঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম ও আবু তৌহিদ রাজিব প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত