নন্দীগ্রামে মাদক কারবারিসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১৪:৪৩ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ১৬:০৮

বগুড়ার নন্দীগ্রামে ১ মাদক কারবারিসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার থালতা মাঝগ্রামের অছিম উদ্দিনের ছেলে আনিছুর রহমানকে (৪৫) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

অপরদিকে থানার এসআই চাঁন মিয়া, এসআই খায়রুল ইসলাম এবং এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার চকরামদেবপুর গ্রামের আজাহার আলীর ছেলে আলহাজ্ব আলীর বাড়িতে জুয়াখেলার সময় ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করে। সেখান থেকে জুয়া খেলার নগদ ৮ হাজার ৬০ টাকাসহ সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চকরামদেবপুর গ্রামের আজাহার আলীর ছেলে আলহাজ্ব আলী (৪০), কহুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২), আব্দুল জোব্বারের ছেলে ওমর ফারুক (২৮), হাতেম আলীর ছেলে আলতাফ হোসেন (৪০), কামুল্যা গ্রামের বাবলু মিয়ার ছেলে রমজান আলী (২৫), খলিলুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০), আজিজুল হকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫), চাঁন উল্লার ছেলে নুরুজ্জামান (৪২), সিংজানি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন (২৫), ভদ্রদিঘী গ্রামের শাহজাহান আলীর ছেলে আক্কাস আলী (২২) ও কুন্দারহাটের দুদু মিয়ার ছেলে সাদেক আলী (৩২)। এদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত