নন্দীগ্রামে বিএনপি নেতা এমএ রাজ্জাক সুমনের ঈদ উপহার বিতরণ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:৪১ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

বগুড়ার নন্দীগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বিএনপি নেতা এমএ রাজ্জাক সুমন।রবিবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে ৮ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তিনি ঈদ উপহার বিতরণ করেন।
সেসময় এমএ রাজ্জাক সুমন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া চান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের নেতা আহাদ আলী ভোলা, উপজেলা যুব দলের সাবেক নেতা মোহাব্বত আলী, জিয়াউর রহমান ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতাকর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত