নন্দীগ্রামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ৮ আগস্ট ২০২৪, ১৩:২৭ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা ও নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কামার সরকার শান্ত, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রভাষক আব্দুল বারী বারেক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সাধারণ সম্পাদক নুরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।  

বক্তগণ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী, বেসরকারী অফিস, দোকানপাট, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে হবে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত