নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ২০:২৮ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪১

 বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় লোপা খাতুন (৪০) নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের ফিরোজ আল-মামুনের স্ত্রী। গত রবিবার দিবাগত রাতে উপজেলার (কাথম-কালীগঞ্জ) আ লিক সড়কের দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লোপা খাতুন নন্দীগ্রাম হতে অটোভ্যান যোগে ভাটরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। অটোভ্যানটি দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু ঘটে। থানার অফিসার অনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত