নন্দীগ্রামে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে দোকান মালিককে জরিমানা 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬

বগুড়ার নন্দীগ্রামে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে এক দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম শহরের কচুগাড়ি এলাকার মেসার্স রোজামনি ট্রেডার্সের মালিক মেহেদী হাসান পুলুকে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন। সে নন্দীগ্রাম ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন বগুড়া জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আদনান বাবু। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বীজ আইনে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত