নন্দীগ্রামে নাশকতা মামলায় একজন গ্রেপ্তার
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় মোস্তাফিজুর রহমান (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মোস্তাফিজুর নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। শনিবার রাতে নন্দীগ্রাম থানার এসআই রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ ও হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার নন্দীগ্রাম থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, নন্দীগ্রাম থানার মামলা নম্বর ০৭ (০৯) ২০২৪ এর এজাহার নামীয় আসামি মোস্তাফিজুর রহমান। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রা/কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত