নন্দীগ্রামে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩০

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলার আসামিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত সোমবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে থানা পুলিশ নাশতা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-রোমান (২৪) কে গ্রেপ্তার করে। সে নন্দীগ্রাম সদরের কামরুল হাসানের ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
একই রাতে থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল এলাকা থেকে চোরাই মালামালসহ বগুড়া সদর উপজেলার গোবরধনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩০), নন্দীগ্রাম উপজেলার দেওতা গ্রামের এলাহীর ছেলে জিয়ারুল ইসলাম (২৩) ও গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আলিফ হোসেন (২০) কে চুরির অপরাধে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় চুরির অপরাধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে।
এতথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার বলেন, গ্রেপ্তারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর অপরাধীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা নন্দীগ্রাম থানাকে অপরাধমুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছি। এজন্য সবার সহযোগীতা প্রয়োজন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত