নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৭ | আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২২:০২

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দ শোভাযাত্রাটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকার্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, মুনিরুজ্জামান, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত