নন্দীগ্রামে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৭:১২ |  আপডেট  : ৮ মে ২০২৪, ০৭:২৪

বগুড়ার নন্দীগ্রামে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিয়াউল হক। ৩১ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসক জিয়াউল হক নবনির্মিত উপজেলা ভূমি অফিস উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। 

এরপর তিনি নবনির্মিত নন্দীগ্রাম ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেছেন। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক জিয়াউল হক নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন। এরপর তিনি নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও নন্দীগ্রাম থানা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।   
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত