নন্দীগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৮:২০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০০:২২

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওয়াকাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু। 

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু। 

৩ ক্যাটাগরির ওয়াকাথন প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত